আমার বাংলা বই

test/exam শব্দার্থ

শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। অর্থ বলি।

শখ - মনের ইচ্ছা, রুচি
টেপা পুতুল - কুমাররা নরম এঁটেল মাটির চাক হাতে নিয়ে টিপে টিপে নানা ধরনের ও নানা আকারের পুতুল তৈরি করেন। টিপে টিপে তৈরি করা হয় বলে এসব পুতুলের নাম টেপা পুতুল।
নকশা - রেখা দিয়ে আঁকা ছবি।
শালবন বিহার - কুমিল্লার ময়নামতিতে মাটি খুঁড়ে আবিষ্কৃত হয়েছে প্রাচীন বৌদ্ধ সভ্যতার নিদর্শন।
টেরাকোটা - টেরা অর্থ মাটি, আর কোটা অর্থ পোড়ানো। পোড়ামাটির তৈরি মানুষের ব্যবহারের সব রকমের জিনিস টেরাকোটা হিসেবে পরিচিত।
মৃৎশিল্প - মাটির তৈরি শিল্পকর্মকে আমরা বলি মাটির শিল্প বা মৃৎশিল্প।
শখের হাঁড়ি - শখ করে পছন্দের জিনিস এই সুন্দর হাঁড়িতে রাখা হয়, তাই আর নাম শখের হাঁড়ি।
ঝরঝরে - দানাদার, আঠালো নয়।
নাগরদোলা - কাঠের তৈরি দোলনা বিশেষ, যাতে কয়েকজন একত্রে বসে চারদিকে বা উপর নিচ ঘোরে।
বিচিত্র - বিভিন্নতা, নানা রূপে চিত্রিত।
গর্ব - অহংকার, গৌরব।
নিদর্শন - প্রমাণ, চিহ্ন।
ফলক - সূক্ষ্মভাগ, সুচালো অগ্রভাগ।
নৈপুণ্য - দক্ষতা।
কারিগরি - সূক্ষ্ম শিল্পকার্য।