যোগ ও বিয়োগ (০ থেকে ১০) (অধ্যায় ১০)
অনুশীলনী
তপুর ৯টি বেলুন ছিল। সে খিসাকে ৫টি বেলুন দিল। খিসা ও তপুর বেলুনের পার্থক্য কত ?
১ টি বেলুন।
রেজার ২টি চকলেট ছিল। তার মা তাকে আরও ৩টি চকলেট দিলেন। পরে চকলেটগুলো থেকে সে ৫টি খেল। এখন কতগুলো চকলেট রইল ?
০ টি চকলেট রইল।



