যোগ (অধ্যায় ১২.১)

story telling অনুশীলনী

মাইশার জন্মদিনে তাদের বাড়িতে ১৩ জন বন্ধু এবং ৫ জন আত্মীয় এসেছিল। জন্মদিনে তাদের বাড়িতে মোট কতজন অতিথি এসেছিল ?

মোট ১৮ জন অতিথি এসেছিল।

ঝড়ে অপুদের বাড়ির আম গাছ থেকে আম পড়ল। অপু ৬ টি আম এবং তার বোন ১১ টি আম কুড়িয়ে পেল। তারা একত্রে কতগুলো আম পেল ?

১৭ টি আম পেল।

ছবি আঁকার জন্য রফিকের ১০ টি রং পেনসিল ছিল। সে দোকান থেকে আরও ৯টি পেনসিল কিনল। তার কতগুলো রং পেনসিল হলো ?

১৯ টি।