বাংলাদেশি মুদ্রা ও নোট (অধ্যায় ১৬)
অনুশীলনী
তাসলিমা ১৩ টাকা নিয়ে দোকানে গেল। সে ৮ টাকার একটি খাতা কিনলো । তার কাছে কত টাকা রইল ?
তাসলিমার কাছে ৫ টাকা রইল।
আমরা কীভাবে ১ টাকা , ২ টাকা ও ৫ টাকার নোট ব্যবহার করে ১০ টাকা ভাঙাতে পারি ?
৫ + ২ + ২ + ১ = ১০ টাকা অথবা ৫ + ২ + ১ + ১ + ১ = ১০ টাকা




