যোগ (অধ্যায় ১৭.১)
অনুশীলনী
একটি বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে ২৪ জন বালক ও ২৫ জন বালিকা আছে। এই বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে কতজন শিক্ষার্থী আছে ?
এই বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে ৪৯ জন শিক্ষার্থী আছে।
সবিতা একটি বই পড়েছে। সে গতকাল ১৩ পৃষ্ঠা পড়েছে এবং আজকে ১০ পৃষ্ঠা পড়েছে। দুই দিনে সে কত পৃষ্ঠা পড়েছে ?
সবিতা দুই দিনে ২৩ পৃষ্ঠা পড়েছে।
বিনা ২০ টাকা দিয়ে একটি পেয়ারা এবং ৩০ টাকা দিয়ে একটি বেল কিনল। সে মোট কত টাকা খরচ করল ?
বিনা মোট ৫০ টাকা খরচ করল।
হাদির ৪০ টি সাদা কাগজ ছিল। পরে তার বাবা তাকে আরও ৭ টি কাগজ দিলেন। এখন তার কয়টি কাগজ হলো ?
এখন হাদির ৪৭ টি কাগজ হলো।



