বিয়োগ (অধ্যায় ১৭.২)

story telling অনুশীলনী

তাসলিমার ৩৭ টি সাদা কাগজ ছিল। সে ছবি আঁকতে ১৫ টি ব্যবহার করল। তার কাছে কতগুলো সাদা কাগজ রইল ?

২২ টি।

সাকিব ৪৮ টাকার একটি খেলনা কিনতে চায়। কিন্তু তার মাত্র ২৮ টাকা আছে। খেলনাটি কিনতে তার আরও কত টাকার প্রয়োজন ?

২০ টাকার প্রয়োজন।

২য় শ্রেণিতে ২২ জন এবং ১ম শ্রেণিতে ৩৪ জন শিক্ষার্থী আছে। কোন শ্রেণির শিক্ষার্থীর সংখ্যা বেশি ? কত বেশি ?

১ম শ্রেণির শিক্ষার্থীর সংখ্যা বেশি এবং ১২ জন শিক্ষার্থী বেশি রয়েছে।

গল্পের একটি বইয়ের পৃষ্ঠা সংখ্যা ৫০। মিতা ২০ পৃষ্ঠা পড়া শেষ করেছে। কত পৃষ্ঠা পড়া হয়নি ?

৩০ পৃষ্ঠা পড়া হয়নি।