নিজে করি (অধ্যায় ১৯)

story telling এসো নিজে করি

হালিমার ২৫ টি বই ছিল। সে বইমেলা থেকে আরও ১৪ টি বই কিনল। এখন তার কতগুলো বই হলো ?

৩৯ টি।

একটি ক্রিকেট ম্যাচে মানিকের দল ৪৮ রান করল এবং তুহিনের দল ৩২ রান করল। কোন দল বেশি রান করেছে এবং কত বেশি ?

মানিকের দল বেশি রান করেছে এবং ১৬ রান বেশি করেছে।

রনির বয়স ছিল ৪৯ বছর এবং অপুর বয়স ছিল ৩৩ বছর। রনি থেকে অপু কত বছরের ছোট ?

রনি থেকে অপু ১৬ বছরের ছোট।

৪৮ থেকে কোন সংখ্যা বিয়োগ করলে ২০ হবে ?

২৮ ।

রেহানার ২৬ টি রং পেনসিল ছিল। সে মেলা থেকে আরও ১২ টি রং পেনসিল কিনল। সে তার ছোট ভাইকে ৭ টি রং পেনসিল দিল। রেহানার কাছে কতটি রং পেনসিল রইল ?

৩১ টি।

মা তপনকে ২৪ টি পুলি পিঠা দিল। তপন তার ছোট বোনকে ১২ টি পিঠা দিল। পরে মা তাকে আবার ১০ টি পিঠা দিল। তপনের কতটি পিঠা হলো ?

২২ টি।

নিচের বক্সে নোটগুলো আছে। ১২ টাকা দিয়ে আইসক্রিম কিনতে কোন কোন নোট কয়টি করে দিতে হবে ? সবগুলো উপায় লিখ।