বিভিন্ন ধরনের যোগ (অধ্যায় ৭.৪)

story telling অনুশীলনী

রাজু একটি বই পড়েছে। সে গত পরশু দিন ৩ পৃষ্ঠা পড়েছে। গতকাল ২ পৃষ্ঠা পড়েছে এবং আজ সে ৪ পৃষ্ঠা পড়েছে। সে মোট কত পৃষ্ঠা পড়েছে।

রাজু ৯ টি পৃষ্ঠা পড়েছে।

মিঠুর ১ টি বিস্কুট ছিল। তার বাবা তাকে ৭ টি বিস্কুট দিলেন এবং তার মা তাকে আরও ২ টি বিস্কুট দিলেন। এখন তার কতগুলো বিস্কুট হল ?

এখন মিঠুর ১০ টি বিস্কুট হল।