সংখ্যার তুলনা (অধ্যায় ৮.২)
অনুশীলনী
চেয়ার ও টেবিলের মধ্যে কোনটির সংখ্যা বেশি ? কত বেশি ?
এখানে চেয়ারের সংখ্যা বেশি আছে এবং ২ টি বেশি আছে।
তপুর ৯টি বেলুন ছিল। সে খিসাকে ৫টি বেলুন দিল। খিসা ও তপুর বেলুনের পার্থক্য কত ?
তপুর ৪ টি বেলুন রইল এবং তপু ও খিসার বেলুনের সংখ্যার পার্থক্য হলো ১ টি।
৬- ২ এর জন্য একটি গল্প তৈরি কর।




