বিভিন্ন ধরনের বিয়োগ (অধ্যায় ৮.৪)

story telling অনুশীলনী

আলির ১০টি কাগজ ছিল। ৪টি কাগজে সে ছবি আঁকল। ৫ টি তার ভাইকে দিল। তার কাছে কতগুলো কাগজ রইল ?

আলির কাছে ১ টি কাগজ রইল।

শান্তির ১০টি বিস্কুট ছিল। সে ২টি খেল। তার বোনকে ৪টি দিল। তার কাছে কয়টি বিস্কুট রইল ?

শান্তির কাছে ৪ টি বিস্কুট রইল।