নিজে করি (অধ্যায় ৮.৫)
অনুশীলনী
লিজার ৮টি খেলনা ছিল। সে ছোট বোনকে ৩টি খেলনা দিল। এখন তার কাছে কয়টি রইল ?
এখন লিজার কাছে ৫ টি খেলনা রইল।
একটি গাছে ৬টি পাখি বসেছিল। ২টি পাখি উড়ে গেল। কয়টি পাখি রইল ?
৪ টি পাখি।
একটি শ্রেণীকক্ষে ৮ জন ছাত্র-ছাত্রী বসে আছে এবং তাদের ৩ জন ছাত্রী। শ্রেণীকক্ষে কতজন ছাত্র আছে ?
৫ জন।
৫ - ২ এর জন্য একটি গল্প তৈরি কর।




