নিজে করি (অধ্যায় ৯)

story telling অনুশীলনী

(১)

২ + ৪ =

(২)

৩ + ০ =

(৩)

৪ + ১ =

(৪)

০ + ৫ =

(৫)

৬ + ২ =

(৬)

৩ + ৭ =

১০

(৭)

৫ + ৪ =

(৮)

১ + ৯ =

১০

(৯)

৪ + ৪ =

(১০)

৫ + ৫ =

১০

(১১)

২ + ৮ =

১০

(১২)

০ + ০ =

(১)

৪ - ১ =

(২)

৩ - ২ =

(৩)

২ - ১ =

(৪)

৬ - ৩ =

(৫)

৭ - ৪ =

(৬)

৩ - ০ =

(৭)

৯ - ৭ =

(৮)

৮ - ২ =

(৯)

৭ - ৭ =

(১০)

০ - ০ =

(১১)

১০ - ৫ =

(১২)

১০ - ৮ =

রনির গল্পের বই আছে ৫টি। রুমির গল্পের বই আছে ৩টি। তাদের একত্রে কয়টি গল্পের বই আছে ?

রনি ও রুমির একত্রে ৮ টি গল্পের বই আছে।

বিনির ৮টি পেনসিল ছিল। তার বাবা তাকে আরও ২টি পেনসিল। বিনির কয়টি পেনসিল হলো ?

বিনির ১০ টি পেনসিল হলো।

৬ এর সাথে কত যোগ করলে ৯ হবে ?

৬ +
= ৯

মলির জবা গাছে ৭ টি ফুল ফুটেছে। সে ৩টি ফুল ভাইকে দিল। গাছে কয়টি ফুল রইল।

গাছে ৪ টি ফুল রইল।

টমাস ৫টি মাছ ধরেছে। কবিতা ৭টি মাছ ধরেছে। কে বেশি মাছ ধরেছে ? কয়টি বেশি ধরেছে ?

কবিতা বেশি মাছ ধরেছে এবং ২ টি বেশি ধরেছে।

৮ থেকে কত বিয়োগ করলে ৪ হবে ?

৮ -
= ৪