নিজে করি (অধ্যায় ৭.৫)

story telling অনুশীলনী

সুমন ৩টি ফুলে লাল এবং ৫টি ফুলে হলুদ রং করল। সব মিলে সুমন কতগুলো ফুল রং করল ?

সুমন মোট ৮ টি ফুলে রং করল ।

দুইটি কার্ডের সংখ্যার যোগফল কত ?

বাগানে ৪ জন শিশু ছিল। পরে আরও ৫ জন শিশু তাদের সাথে যোগ দিল। বাগানে মোট শিশুর সংখ্যা কত ?

বাগানে মোট শিশুর সংখ্যা ৯ জন ।

রেজার কাছে ৩টি কলা ছিল। তার বাবা তাকে আরও ৭টি কলা দিলেন । এখন তার কতগুলো কলা হলো ?

রেজার কাছে এখন ১০ টি কলা হলো।

২ + ৩ যোগের জন্য একটি গল্প তৈরি করি।