জলপরি ও কাঠুরে

activities এসো নিজে করি

ঘরের ভেতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরী করি।

জলপরি উপহার লোভী কাঠুরে সততার দুঃখ কুড়াল স্রোত লোভ

ক)

কাঠুরে

কাঠ কাটতে বনে গেল।

খ) লোকটি

দুঃখ

পেয়ে কাঁদতে লাগল।

গ) কাঠুরের সততা দেখে

জলপরি

খুশি হোলো।

ঘ) লোকটি ভাল কাজের জন্য

উপহার

পেল।

ঙ) নদীতে অনেক

স্রোত

ছিল।

চ)

কুড়াল

দিয়ে কাঠ কাটে।

ছ)

লোভ

করা ভাল না।

জ)

লোভী

কাঠুরে নিজের কুড়াল ফিরে পেল না।

ঝ) কাঠুরে

সততার

জন্য পুরষ্কার পেয়েছে।

বিপরীত শব্দ জেনে নেই। ফাঁকা ঘরে ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরী করি।

সুখের দুঃখের
লোভ সততা
ভাল খারাপ
রাগ হাসি

ক) কাঠুরের

দেখে জলপরি খুশি হলো।

খ) লোভী কাঠুরের কথা শুনে জলপরির

হলো।

গ) কাঠুরের জীবন খুব

ছিল।

ঘ) সব সময়

কাজ করা উচিত।