জলপরি ও কাঠুরে

activities এসো নিজে করি

শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। অর্থ বলি।

কিছুক্ষণ - অল্প সময়।
সততা - কাজে ও কথায় সৎ থাকা।
লোভী - অনেক লোভ যার।
জলপরি - যে পরি জলে বাস করে।
উপহার - উপঢৌকন, আনন্দের সাথে কিছু দেওয়া।
কাঠুরে - যে কাঠ কাটে।
দুঃখ - মনের কষ্ট।
কুড়াল - কাঠ কাটার হাতিয়ার।
স্রোত - জলের ধারা।
লোভ - লিপ্সা, কামনা, কোন কিছু পাওয়ার জন্য অন্যায় ইচ্ছা।