জলপরি ও কাঠুরে

test/exam গল্প বলি

ছবি দেখি। গল্প বলি ও লিখি। নিচের উদাহরণটি দেখি।

রবি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। সে দেখল রাস্তায় একটি ছেলে সাইকেল থেকে পড়ে গিয়ে অনেক ব্যাথা পেয়েছে এবং সে উঠতে পারছে না। রবি তাড়াতাড়ি একটা রিকশা ডাকল। রবি ও রিকশাচালক দুইজন মিলে ছেলেটিকে রিকশায় তুলল। এবং ছেলেটিকে নিয়ে রবি কাছের একটি হাসপাতালে গেল।