রবি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। সে দেখল রাস্তায় একটি ছেলে সাইকেল থেকে পড়ে গিয়ে অনেক ব্যাথা পেয়েছে এবং সে উঠতে পারছে না। রবি তাড়াতাড়ি একটা রিকশা ডাকল। রবি ও রিকশাচালক দুইজন মিলে ছেলেটিকে রিকশায় তুলল। এবং ছেলেটিকে নিয়ে রবি কাছের একটি হাসপাতালে গেল।