জলপরি ও কাঠুরে
প্রশ্ন উত্তর
মুখে মুখে উত্তর বলি
১। লোভ করলে কী হয়?
লোভ করলে নিজের ও অন্যের ক্ষতি হয়।
২। কুমির কোথায় থাকে?
কুমির নদীতে থাকে।
৩। জলপরি কেন খুশি হলো?
কাঠুরের সততা দেখে জলপরি খুশি হলো।
৪। কাঠুরে বনে কী করছিল?
কাঠুরে বনে কাঠ কাটছিল।
৫। কাঠুরে কেন বনে কাঠ কাটতে গিয়েছিল?
গরীব কাঠুরে কাঠ বেঁচে সংসার চালাতে বনে কাঠ কাটতে গিয়েছিল।
৬। লোভী কাঠুরে জলপরির কাছ থেকে কী শিক্ষা পেল?
লোভ করলে নিজের ক্ষতি হয়, লোভী কাঠুরে জলপরির থেকে এই শিক্ষা পেল।
৭। কাঠুরে কাঁদতে লাগল কেন?
কাঠুরের হাত ফসকে তার কুড়ালটি নদীর পানিতে পড়ে গেল। তাই সে মনের দুঃখে কাঁদতে লাগল।
৮। জলপরি প্রথমে কোন কুড়াল আনল?
জলপরি প্রথমে সোনার কুড়াল আনল।
৯। লোভী কাঠুরের উপর জলপরি খুব রাগ হলো কেন?
লোভী কাঠুরে জলপরিকে মিথ্যা কথা বলেছিল। তাই জলপরির লোভী কাঠুরের উপর রাগ হলো।










