জলপরি ও কাঠুরে

story telling বাক্য রচনা

নিচের উদাহরণ দেখি। উদাহরণের মতো করে শব্দ তৈরী করি ও বাক্য পড়ি।

লোভ

বাক্য দেখি

লোভ করা ভাল নয়।

কাঠ

বাক্য দেখি

কাঠ দিয়ে আসবাবপত্র তৈরি হয়।

ঘটনা

বাক্য দেখি

গতকালকের ঘটনাটি দুঃখজনক।

কুমির

বাক্য দেখি

কুমির জলে বাস করে।

গরিব

বাক্য দেখি

গরিব মানুষের উপকার করা উচিৎ।

নদী

বাক্য দেখি

নদীতে মাছ পাওয়া যায়।

কুড়াল

বাক্য দেখি

কুড়াল দিয়ে কাঠ কাটা হয়।

কিছুক্ষণ

বাক্য দেখি

লোকটি কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে চলে গেল।