নিজে করি (অধ্যায় ২.৪)

story telling অনুশীলনী

লুসাই চাকমা তার মুদির দোকান থেকে প্রথম সপ্তাহে ৬৮০ টাকা, দ্বিতীয় সপ্তাহে ১০০০ টাকা এবং তৃতীয় সপ্তাহে ৮৯০ টাকা লাভ করেন। এই তিন সপ্তাহে তার মোট লাভের পরিমাণ কত ?

প্রথম সপ্তাহে লাভ

৬৮০ টাকা

দ্বিতীয় সপ্তাহে লাভ

১০০০ টাকা

তৃতীয় সপ্তাহে লাভ

৮৯০ টাকা


মোট লাভের পরিমাণ =

২৫৭০

টাকা


সুজন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য প্রতিদিন ১০০ মিটার, ৪০০ মিটার ও ৮০০ মিটার দৌড়ায়। প্রতিদিন সে কত মিটার দৌড়ায় ?

প্রতিদিন সুজন ১৩০০ মিটার দৌড়ায়।

লিমু ২৬১ পৃষ্ঠা, ২৭৫ পৃষ্ঠা ও ৩৫০ পৃষ্ঠার গল্পের তিনটি বই এক মাসে পড়ে শেষ করে। সে ঐ মাসে কত পৃষ্ঠা গল্পের বই পড়েছে ?

লিমু এক মাসে ৮৮৬ পৃষ্ঠা গল্পের বই পড়েছে।

একটি পুকুরে ১২০০ টি রুই মাছের পোনা, ৯৮৫ টি কাতলা মাছের পোনা ও ৭৬৫ টি মৃগেল মাছের পোনা ছাড়া হয়। ঐ পুকুরে কতগুলো পোনা ছাড়া হয় ?

পুকুরে ২৯৫০ পোনা ছাড়া হয়।

মিনাদের ফল বাগানের ৩ টি আম গাছ থেকে যথাক্রমে ৫৩০ টি, ৭৩৬ টি ও ৮৯০ টি আম পাড়া হয়েছিল। ঐ বাগান থেকে কতগুলো আম পাড়া হয়েছিল ?

বাগান থেকে ২১৫৬ টি আম পাড়া হয়েছিল।

একটি নার্সারিতে ৬২০ টি গোলাপ, ৮৩২ টি জবা ও ৯৪৬ টি গাঁদা ফুলের চারা গাছ আছে। ঐ নার্সারিতে কতগুলো চারা গাছ আছে ?

নার্সারিতে ২৩৯৮ টি চারা গাছ আছে।

রাজু বই মেলায় প্রথম দিনে ১১৫০ টাকা, দ্বিতীয় দিনে ১২২৫ টাকা, তৃতীয় দিনে ১৫৭৫ টাকা ও চতুর্থ দিনে ২০০০ টাকার বই বিক্রি করেন। চার দিনে তিনি মোট কত টাকার বই বিক্রি করেন ?

রাজু চার দিনে মোট ৫৯৫০ টাকার বই বিক্রি করেন।

ক্রিকেট খেলায় ইংল্যান্ড দল প্রথম ইনিংসে ৩৭৫ রান এবং অস্ট্রেলিয়া দল ৪০৫ রান করে। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া দল ৩৭০ রান এবং ইংল্যান্ড দল ৪০০ রান করে। ওই খেলায় দুই দল মোট কত রান করে ?

খেলায় দুই দল মোট ১৫৫০ রান করে।