নিজে করি (অধ্যায় ৩.৪)

story telling অনুশীলনী

নাজমা বেগমের মাসিক আয় ৮৯৫০ টাকা এবং মাসিক ব্যয় ৮৭২৫ টাকা। তাঁর মাসিক জমা কত ?

নাজমা বেগমের মাসিক জমা ২২৫ টাকা।

একটি ক্রিকেট খেলায় বাংলাদেশ দল ৩৮৬ রান করেছে এবং অস্ট্রেলিয়া দল ২৪২ রান করেছে। কোন দল বেশি রান করেছে এবং কত বেশি রান করেছে ?

বাংলাদেশ দল বেশি রান করেছে এবং ১৪৪ বেশি রান করেছে।

সুমন সাহেব বই মেলায় প্রথম দিন ৩২৬০ টাকা এবং দ্বিতীয় দিন ৫৭৮৫ টাকার বই বিক্রি করেন। দ্বিতীয় দিন তিনি কত রাকা বেশি বিক্রি করেন ?

দ্বিতীয় দিন সুমন সাহেব ২৫২৫ টাকা বেশি বিক্রি করেন।

লুনার ২৬৫০ টাকা আছে এবং সুমার ১২৩০ টাকা আছে। লুনার কত টাকা বেশি আছে ?

লুনার ১৪২০ টাকা বেশি আছে।

একটি নার্সারিতে ৯৮৮ টি গোলাপের চারাগাছ ও ৬৭২ টি জবার চারাগাছ আছে। ঐ নার্সারিতে কতটি গোলাপের চারাগাছ বেশি আছে ?

নার্সারিতে ৩১৬ টি গোলাপের চারাগাছ বেশি আছে।

আব্দুল করিম সাহেব ১২৫০ টাকা নিয়ে বাজারে গেলেন। তিনি ৯৬০ টাকা খরচ করলেন। তাঁর কাছে কত টাকা অবশিষ্ট রইল ?

আব্দুল করিম সাহেবের কাছে ২৯০ টাকা অবশিষ্ট রইল।

৪৭৫ থেকে কোন সংখ্যা বিয়োগ করলে ২৫০ পাওয়া যাবে ?

২২৫

একটি বিদ্যালয়ে ১৪৭৫ জন ছাত্র-ছাত্রী আছে । যদি ছাত্রীর সংখ্যা ৯৩০ জন হয়, তবে ছাত্রের সংখ্যা কত?

বিদ্যালয়টিতে ছাত্রের সংখ্যা ৫৪৫ জন।

সৈয়দপুর গ্রামের জনসংখ্যা ৩৮৭৬। পুরুষের সংখ্যা ১৯৪৩। নারীর সংখ্যা কত ?

গ্রামে নারীর সংখ্যা ১৯৩৩ জন।