নিজে করি (অধ্যায় ৩.৬)

story telling অনুশীলনী

করিমগঞ্জ স্কুলে ৭২৫ জন শিক্ষার্থী ছিল। ১৩০ জন নতুন শিক্ষার্থী ভর্তি হলো। এখন শিক্ষার্থীর সংখ্যা কত হলো ?

এখন শিক্ষার্থীর সংখ্যা ৮৫৫ জন হলো।

একটি ক্রিকেট খেলায় সুজন ১২০ রান, সুমন ৮৫ রান ও সুজয় ৬৭ রান করল। তারা একত্রে কত রান করল ?

সুজন, সুমন ও সুজয় একত্রে ২৭২ রান করল।

দুইটি সংখ্যার যোগফল ৮৪৩০। এদের একটি ৫২৭৫, অপর সংখ্যাটি কত?

অপর সংখ্যাটি ৩১৫৫ ।

অজয় বাবু ৪২৫০ টাকা নিয়ে বাজারে গেলেন। বাজার করার পর তাঁর কাছে ৮৯০ টাকা রইল। তিনি কত টাকা খরচ করেছেন ?

অজয় বাবু ৩৩৬০ টাকা খরচ করেছেন।

দুইটি সংখ্যার বিয়োগফল ৯৩০। ছোট সংখ্যাটি ১৫৫৫। বড় সংখ্যাটি কত ?

বড় সংখ্যাটি ২৪৮৫ ।

মাহমুদা বেগম ১৫০০ টাকা নিয়ে বাজারে গেলেন। তিনি ৩৭৫ টাকার চাউল, ৫৩০ টাকার মাছ এবং ৩৫০ টাকার সবজি কিনলেন। তাঁর কাছে আর কত টাকা রইল ?

মাহমুদা বেগমের কাছে আর ২৪৫ টাকা রইল।

একটি মুরগির খামারে ৯৫০ টি মুরগির বাচ্চা ছিল। এর থেকে ৫৩২ টি মুরগির বাচ্চা বিক্রি করা হলো। ঐ খামারে ৪২০ টি নতুন মুরগির বাচ্চা আনা হলো। এখন খামারে কতটি মুরগির বাচ্চা আছে ?

এখন খামারে ৮৩৮ টি মুরগির বাচ্চা আছে।

রুমার ৮২৫ টাকা আছে। রুমার থেকে আনুর ২১৫ টাকা কম আছে। তাদের টাকা একত্রে রাখলে তপুর টাকার সমান হয়। তপুর কত টাকা আছে ?

তপুর ১৪৩৫ টাকা আছে।

একটি বাগানে ২৭৬ টি পেয়ারা গাছ এবং ৪৫ টি আম গাছ আছে। বাগানে মোট কতটি গাছ আছে ?

বাগানে মোট ৩২১ টি গাছ আছে।

ছেলের বয়স ১৮ বছর এবং মায়ের বয়স ৫২ বছর। ১০ বছর পর তাদের মোট বয়স কত হবে ?

মোট বয়স ৯০ বছর হবে।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য ৯৫০০ টাকার প্রয়োজন। সরকারি অনুদান হিসেবে ৪৫০০ টাকা এবং বিদ্যালয়ের তহবিল থেকে ২০০০ টাকা দেওয়া হয়েছে। প্রতিযোগিতাটি করার জন্য আর কত টাকা প্রয়োজন ?

প্রতিযোগিতাটি করার জন্য আর ৩০০০ টাকা প্রয়োজন।