নিজে করি (অধ্যায় ৪.৫)

story telling অনুশীলনী

৪ টিতে ১ হালি হয়। ৫ হালিতে কতগুলো হবে ?

২০ টি।

যদি এক গুচ্ছে ৬ টি ফুল থাকে, তবে এরকম ৮ গুচ্ছে কয়টি ফুল থাকবে ?

৪৮ টি ফুল।

তমা প্রতিদিন ৪ ঘণ্টা করে বই পড়ে। এক সপ্তাহে সে কত ঘণ্টা বই পড়ে ?

২৮ ঘণ্টা।

এক দিস্তা কাগজে ২৪ তা থাকে। ১২ দিস্তায় কত তা থাকবে ?

২৮৮ তা ।

রানুদের বাগানে ১৫ সারি সুপারি গাছ আছে এবং প্রতি সারিতে ২৪ টি গাছ আছে। বাগানে কতগুলো গাছ আছে ?

বাগানে ৩৬০ টি গাছ আছে।

তন্দ্রা চাকমা গাড়ি চালিয়ে ঘণ্টায় ৪৫ কিলোমিটার যান। একই গতিতে ৮ ঘণ্টায় তিনি কত কিলোমিটার যাবেন ?

তন্দ্রা চাকমা ৮ ঘণ্টায় ৩৬০ কিলোমিটার যান।

১০০ পয়সায় ১ টাকা হয়। ১০ টাকায় কত পয়সায় হবে ?

১০ টাকায় ১০০০ পয়সা হবে।

একটি বইয়ে ১৩০ পৃষ্ঠা আছে। এরুপ ২৮ টি বইয়ে কত পৃষ্ঠা আছে ?

৩৬৪০ পৃষ্ঠা ।

রিমির টাকার ১৪ গুণ টাকা নিপুর কাছে আছে। রিমির কাছে যদি ২২৫ টাকা থাকে, তবে নিপুর কাছে কত টাকা আছে ?

নিপুর কাছে ৩১৫০ টাকা আছে।

একটি ইলিশ মাছের দাম ৩৫০ টাকা। এরুপ ২০ টি ইলিশ মাছের দাম কত ?

৭০০০ টাকা।