দুই অঙ্কের সংখ্যাকে এক অঙ্কের সংখ্যা দ্বারা ভাগ (অধ্যায় ৫.২)

story telling অনুশীলনী

৫ টি ডিমের দাম ৭৫ টাকা, একটি ডিমের দাম কত ?

১৫ টাকা ।

শ্রেণিতে ৪১ জন শিক্ষার্থী আছে। প্রত্যেক বেঞ্চে ৩ জন করে শিক্ষার্থী বসতে পারে। তাদের জন্য কতগুলো বেঞ্চের প্রয়োজন হবে ?

১৪ টি বেঞ্চের প্রয়োজন।

৮৩ টি পেনসিল ও ৭ জন শিক্ষার্থী আছে। যদি তাদেরকে পেনসিলগুলো সমানভাবে ভাগ করে দেওয়া হয়, তবে প্রত্যেক শিক্ষার্থী কয়টি করে পেনসিল পাবে ?

১১ টি করে পাবে ।