নিজে করি (অধ্যায় ৫.৪)

story telling অনুশীলনী

একটি শ্রেণিতে ৪৫ জন শিক্ষার্থী আছে। প্রতি বেঞ্চে ৫ জন করে শিক্ষার্থী বসতে পারে। তাদের বসার জন্য কয়টি বেঞ্চের প্রয়োজন ?

৯ টি বেঞ্চের প্রয়োজন।

৪৮ টি পেয়ারা ৬ জনের মধ্যে সমানভাবে বিতরণ করা হলো। প্রতিজন কয়টি করে পেয়ারা পেল ?

প্রতিজন ৮ টি করে পেয়ারা পেল।

একটি কলার দাম ৬ টাকা। ৯০ টাকায় এরুপ কয়টি কলা কিনতে পারে ?

১৫ টি ।

রেজার ৫৩২ টাকা আছে। যদি একটি ডিমের দাম ৭ টাকা হয়, তবে সে কয়টি ডিম কিনতে পারে এবং কত টাকা অবশিষ্ট থাকবে ?

রেজা ৭৬ টি ডিম কিনতে পারে এবং ০ টাকা অবশিষ্ট থাকে।

৩৬৫ দিনে এক বছর হয়। ১ বছরে কত সপ্তাহ ও দিন হবে ?

৫২ সপ্তাহ ও ১ দিন।