বাংলাদেশি মুদ্রা ও নোট (অধ্যায় ৭)

story telling এসো নিজে করি

১. সমাধান করি (খালি ঘরে সঠিক সংখ্যাটি লিখি)


(১) ১০ টাকার ২০ টি নোট সমান

২০০

টাকা।


(২) ২০ টাকার ৫ টি নোট সমান

১০০

টাকা।


(৩) ২০ টাকার ৫০ টি নোট সমান

১০০০

টাকা।


(৪) ৫০ টাকার ১০ টি নোট সমান

৫০০

টাকা।


(৫) ১ টাকার ১০০ টি নোট সমান

১০০

টাকা।


(৬) ১০০ টাকার ১০ টি নোট সমান

১০০০

টাকা।


(৭) ৫ টাকার ১০০ টি নোট সমান

৫০০

টাকা।


(৮) ২০ টাকার

টি নোট সমান ১০০ টাকা।


(৯) ১০০ টাকার

টি নোট সমান ৫০০ টাকা।


(১০) ২ টাকার

৫০

টি নোট সমান ১০০ টাকা।


(১১) ১০০০ টাকার

১০

টি নোট সমান ১০০০০ টাকা।


২. হিসাব করি (খালি ঘরে সঠিক সংখ্যাটি লিখি)


(১) ৫ পয়সা + ৫ পয়সা + ৫ পয়সা + ২৫ পয়সা + ২ টাকা


=

টাকা

৪০

পয়সা


(২) ১০ পয়সা + ১ পয়সা + ৫০ পয়সা + ২ টাকা + ১০ টাকা


=
১২

টাকা

৬১

পয়সা


(৩) ২৫ পয়সা + ৫০ পয়সা + ৫০ পয়সা + ১০ টাকা + ৫০ টাকা


=
৬১

টাকা

২৫

পয়সা


৪. যোগ করি (খালি ঘরে সঠিক সংখ্যাটি লিখি)


(১) ২৫ টাকা ৬৪ পয়সা + ৩৭ টাকা ২৮ পয়সা =


৬২

টাকা

৯২

পয়সা


(২) ৭৪ টাকা ৪৯ পয়সা + ৩৬ টাকা ৯৫ পয়সা =


১১১

টাকা

৪৪

পয়সা


(৩) ৩৮৭ টাকা ৮১ পয়সা + ২৫০২ টাকা ৭৪ পয়সা =


২৮৯০

টাকা

৫৫

পয়সা


৫. বিয়োগ করি (খালি ঘরে সঠিক সংখ্যাটি লিখি)


(১) ৮৫ টাকা ৬০ পয়সা - ৩২ টাকা ২০ পয়সা =


৫৩

টাকা

পয়সা


(২) ৩৮০ টাকা ৯০ পয়সা - ২১০ টাকা ৪৫ পয়সা =


১৭০

টাকা

৪৫

পয়সা


(৩) ৮৫০ টাকা ৫৫ পয়সা - ২৭০ টাকা ৪০ পয়সা =


৫৮০

টাকা

১৫

পয়সা


(৪) ৪০১ টাকা ১৫ পয়সা - ৯৭ টাকা ৮০ পয়সা =


৩০৩

টাকা

৩৫

পয়সা


(৫) ৭০ টাকা - ৩২ টাকা ৫০ পয়সা =


৩৭

টাকা

পয়সা


নিচের টাকার পরিমাণ চিন্তা করি। (খালি ঘরে সঠিক সংখ্যাটি লিখি)


৫ পয়সা

৫ পয়সা

৫ পয়সা

২৫ পয়সা

২৫ পয়সা

সমান

৬৫ পয়সা

১০ পয়সা

২৫ পয়সা

২৫ পয়সা

৫০ পয়সা

সমান

১ টাকা

বক্সে টাকার পরিমান নোট ও মুদ্রায় টিক চিহ্ন দিয়ে তৈরি করি (ক্লিক করি)

২৪ টাকা ২৫ পয়সা


৩৪০ টাকা ৫৫ পয়সা


২৬২০ টাকা ৭৫ পয়সা