নিজে করি (অধ্যায় ৯.৪)

story telling অনুশীলনী

এক ব্যাগ আলুর ওজন ২ কেজি ৭৫০ গ্রাম। এটি ওজন করতে কমপক্ষে কী কী বাটখারা লাগতে পারে ?

২ টি ১ কিলোগ্রামের বাটখারা, ১ টি ৫০০ গ্রামের বাটখারা, ১ টি ২০০ গ্রামের বাটখারা ও ১ টি ৫০ গ্রাম ওজনের বাটখারা।

৯ সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাংশ আঁকি।

রিমনের বিদ্যালয় বিকাল ৪:১৫ টায় ছুটি হয়। তার বাসায় পৌঁছাতে ৪০ মিনিট সময় লাগে। সে কয়টার সময় বাসায় পৌঁছায় ?

রিমন ৪:৫৫ টায় বাসায় পৌঁছায়।

রিতু সকালে ২ ঘণ্টা ২০ মিনিট এবং রাতে ৩ ঘণ্টা ৩৫ মিনিট পড়ে। সে প্রতিদিন কত সময় পড়ে ?

৫ ঘণ্টা ৫৫ মিনিট।

একটি বিদ্যালয়ে গণিত ক্লাস শুরু হয় ৮:৩০ টায় এবং ৪০ মিনিট পর শেষ হয়। কয়টার সময় গণিত ক্লাস শেষ হয় ?

৯:১০ টায় ।

সকালে মিজান সাহেব হাঁটতে বের হন ৬:১০ টায় এবং ফিরে আসেন ৬:৫৫ টায়। মিজান সাহেব কত সময় হাঁটেন ?

৪৫ মিনিট।

একদিন সকালে ৯:২০ টায় বৃষ্টি শুরু হয়েছিল। বৃষ্টি থেমেছিল দুপুর ১২:৪৫ টায়। কতক্ষণ বৃষ্টি হয়েছিল ?

৩ ঘণ্টা ২৫ মিনিট।

ববি সন্ধ্যায় ৭:২৫ টায় পড়া শুরু করে। সে রাত ১০:৪০ টায় পড়া শেষ করে। সে কতক্ষণ পড়ে ?

৩ ঘণ্টা ১৫ মিনিট।

যদি তুমি বাসে ৫০ মিনিট এবং রিকশায় ২০ মিনিট ভ্রমণ কর, তবে তুমি একত্রে কতক্ষণ ভ্রমণ করেছিলে ?

১ ঘণ্টা ১০ মিনিট।