মোদের বাংলা ভাষা

activities এসো নিজে করি

ডান দিক থেকে ঠিক শব্দটি বেছে নিয়ে খালি জায়গায় বসাই।

ক) লোহা পিতল দিয়ে জিনিসপত্র তৈরি করেন

খ) মাটি দিয়ে জিনিসপত্র তৈরি করেন

গ) যাঁর অনেক জ্ঞান আছে তিনি হলেন

ঘ) রক্ত দিয়ে পিছল হয়েছে যে পথ তা হলো

ঙ) মাঝি

টেনে চলেছে।

চ) গ্রামে

গানের দল এসেছে।

ছ) পুলিশের

হামলায় তপু মারা গেছে।

জ) ছাত্ররা পশ্চিম পাকিস্তানিদের ১৪৪ ধারা

রাজপথে মিছিল করেছিল।

জ্ঞানী

কামার

রক্ত-পিছল পথ

কুমার

দাঁড়

বাউল

অতর্কিত

ভঙ্গ করে

কর্ম-অনুশীলন

ক। বাংলা ভাষায় লিখিত অন্য কোনো কবিতা বা ছড়া শিখি ও আবৃত্তি করি।

খ। শিক্ষকের সাহায্যে বাংলা ভাষা বিষয়ক স্মরণীয় বাণী পোস্টার পেপারে লিখে শ্রেণিকক্ষের দেয়ালে প্রদর্শন করি।

সঠিক উত্তরটি বলি ও টিক চিহ্ন দেই।

ক। দেশের মানুষ কোনটি সহ্য করবে না?

নানান কথার ছড়াছড়ি

বিদেশি ভাষার দৌরাত্ম্য

বিদেশি ভাষার অপমান

বিদেশি ভাষার চর্চা

খ। কাদের জন্য বাংলা ভাষা সহজ?

সরল মানুষ

শ্রমজীবী মানুষ

অশিক্ষিত মানুষ

শিক্ষিত মানুষ

গ। বিজাতীয় বলতে কোনটি বোঝানো হয়েছে?

অন্য জাতির

অন্য ধর্মের

আদি মানবের

পাকিস্তানির বাহিনীর

ঘ। “মোদের দেশের সরল মানুষ কামার কুমার” – ফাঁকা স্থানটিতে কো শব্দের ঠিক প্রয়োগ হবে?

জেলে চাষা

চাষা জেলে

তাঁতি জেলে

সুতার জেলে

ঙ। “নানান কথার ছড়াছড়ি” বলতে মূলত কোন ভাষাটিকে বোঝানো হয়েছে?

উর্দু

আরবি

হিন্দি

ফারসি

ডান পাশের সাথে বাম পাশের মিল করি

যার অনেক জ্ঞান আছে

জেলে

মাছ ধরেন যিনি

জ্ঞানী

যিনি অন্য জাতীয়

সরল

যারা মাটির জিনিস তৈরি করেন

বিজাতীয়

যা জটিল নয়

কুমার