মোদের বাংলা ভাষা

test/exam শব্দার্থ

শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। অর্থ বলি।

কামার - যারা লোহা পিতল ইত্যাদি দিয়ে জিনিসপত্র (যেমনঃ হাঁড়ি-পাতিল; বাসন; খুন্তি; চাকু) তৈরি করে; কর্মকার।
কুমার - কুমোর; যারা মাটি দিয়ে হাঁড়ি, সরা ইত্যাদি তৈরি করে; কুম্ভকার।
সহ্য করা - সওয়া; মেনে নেওয়া; সহনীয়; সহনযোগ্য।
জ্ঞানী - জ্ঞানবান লোক; যার অনেক জ্ঞান; শাস্ত্রজ্ঞ।
মনীষী - শিক্ষিত জ্ঞানীগুণী বিখ্যাত মানুষ; পন্ডিত; জ্ঞানী; যার মনীষা আছে।
রক্ত-পিছল - রক্তে যা পিছল হয়েছে।
মুক্তি - স্বাধীনতা; খোলামেলা অবস্থা; মোচন; নিষ্কৃতি; রেহাই।
বিজাতীয় - অন্য জাতির; ভিন্ন জাতির বা দেশের।
বেদন - বেদনা; দুঃখ; কষ্ট; ক্লেশ।
মিটাক - মিটিয়ে দিক; পূর্ণ করুক; চুকিয়ে দিক; শেষ করে দিক; নিষ্পত্তি করে দিক।
মাতৃভাষা - জন্মের পর শিশু তাঁর মায়ের কাছে শেখা প্রথম ভাষা।
আকাঙ্ক্ষা - কামনা, সাধ, ইচ্ছা।
সমাজসেবী - সামাজিক উন্নয়নমূলক কাজে যিনি নিয়োজিত থাকেন।
গুণী - গুণসম্পন্ন।

প্রদত্ত শব্দগুলোর সমার্থক শব্দ লিখি।

প্রাণ - জীবন
জ্ঞানী - বিজ্ঞ
চাষা - কৃষক
সরল - সহজ
বেদন - দুঃখ
সহ্য - ধৈর্য