মোদের বাংলা ভাষা

কবি ও লেখক পরিচিতি

সুফিয়া কামাল


জন্ম: কবি বেগম সুফিয়া কামাল ২০এ জুন ১৯১১ খ্রিষ্টাব্দে বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন।

তিনি কবি ও সমাজসেবী ছিলেন।

উল্লেখযোগ্য রচনাবলি: তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থের মধ্যে 'সাঁঝের মায়া', 'মায়াকানন', 'ইতল বিতল', 'স্বনির্বাচিত কবিতা সংকলন' ইত্যাদি উল্লেখযোগ্য।

মৃত্যু: ২০এ নভেম্বর ১৯৯৯ খ্রিষ্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন।