মোদের বাংলা ভাষা

প্রশ্ন উত্তর

মুখে মুখে উত্তর বলি

১। বাংলাদেশে 'কামার কুমার জেলে চাষা' কোন ভাষাতে কথা বলে?

আমাদের বাবা-মা, দাদা-দাদি, নানা-নানি, ঠাকুরদা- ঠাকুরমা সকলেই বাংলা ভাষায় কথা বলেন। বাংলাদেশে ‘কামার-কুমার, জেলে, চাষা’ সকলেই বাংলা ভাষাতেই কথা বলেন।

২। এ দেশের মানুষের 'বেদন' কী?

মাতৃভাষার চেয়ে প্রিয় আর কোনো ভাষা হতে পারে না। আমাদের দেশের মানুষ মাতৃভাষা বাংলায় কথা বলে। বাংলাদেশের সব মানুষের ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা মাতৃভাষাতেই ভালোভাবে প্রকাশ করা যায়। কিন্তু বাংলা ভাষার কথা বলার সময় বিদেশি ভাষা ব্যবহার করা হয়, আর এটাই হচ্ছে এ দেশের মানুষের বেদন বা বেদনার বিষয়।

৩। কী সহ্য করতে মানা করা হচ্ছে?

রাষ্ট্র ভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালে ছাত্র-ছাত্রীরা মিছিল করেছিল, হরতাল করেছিল। তখন তাঁদের উপর পুলিশ গুলি চালায়। গুলিতে ছাত্রসহ অনেকেই মারা যায়। প্রাণের বিনিময়ে আমরা পেয়েছি এই বাংলা ভাষা। কিন্তু এই ভাষার সাথে মিশে যাচ্ছে বিজাতীয় ভাষা। এসব বিদেশি বা ইংরেজি ভাষার ছড়াছড়ি সহ্য করতে মানা করা হচ্ছে।

৪। তাদের কোন মুক্তির কথা বলা হয়েছে?

ভাষা শহিদদের রক্ত-পিছল পথে বিজাতীয় ভাষার ছড়াছড়ি থেকে মুক্তির কথা বলা হয়েছে।

৫। বাংলা ভাষাকে সহজ সরল ভাষা বলা হয়েছে কেন?

দেশের সব মানুষ বাংলা ভাষায় কথা বলে এবং বোঝে বলেই এ ভাষাকে সহজ-সরল বলা হয়েছে। আমাদের বাবা-মা, দাদা-দাদি, নানা-নানি, ঠাকুরদা-ঠাকুরমা সকলেই এই বাংলায় কথা বলেন। এ ভাষায় সকলের ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা মাতৃভাষাতেই ভালোভাবে প্রকাশ করা যায়। এজন্যে মাতৃভাষা বাংলাকে সহজ-সরল ভাষা মনে হয়।

৬। বিজাতীয় ভাষা বলতে কী বোঝানো হয়েছে?

বিজাতীয় ভাষা বলতে যেসব বিদেশি ভাষার শব্দ বাংলা ভাষায় ঢুকছে সেগুলোকেই বোঝানো হয়েছে। অর্থাৎ, মূল ভাষার মধ্যে অন্য ভাষার প্রবেশই হলো বিজাতীয় ভাষা।

৭। বাংলা ভাষার মর্যাদা রক্ষায় জ্ঞানী-গুণীদের করনীয় কী?

বাংলা ভাষার মর্যাদা রক্ষায় জ্ঞানী-গুণীদের ভাষার সুরক্ষা করা উচিত। এজন্য বিদেশি ভাষার আগ্রাসন ঠেকানো প্রয়োজন।

৮। বাংলা ভাষাকে ‘মোদের ভাষা’ বলা হয়েছে কেন?

বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। মায়ের কাছ থেকে এ ভাষা আমরা শিখে থাকি। এ ভাষায় আমরা কথা বলি এবং মনের ভাব প্রকাশ করি। তাই বাংলা ভাষাকে নিয়ে আমরা গর্ব করতে পারি। এজন্যই এ ভাষাকে ‘মোদের ভাষা’ বলা হয়েছে।

৯। মাতৃভাষা সবার প্রিয় কেন?

মাতৃভাষা সবার প্রিয় কারণ এটি মায়ের মুখের ভাষা। মাতৃভাষার মাধ্যমে আমরা আমাদের ভাব বিনিময় করি, লিখি, পড়ি। মায়ের কোলে আমরা যেমন লালিত পালিত হই। তেমনি মাতৃভাষা আমাদের মুখে লালিত-পালিত হয়। এ ভাষাতেই আমরা স্বতঃস্ফূর্তভাবে মনের ভাব প্রকাশ করি। যা অনয কোন ভাষা দিয়ে সম্ভব নয়।

১০। ভাষার জন্য কারা প্রাণ দিয়েছিল? কেন দিয়েছিল?

মাতৃভাষা বাংলার জন্য বাংলার বীর সন্তানেরা প্রাণ দিয়েছিলেন। পাকিস্তানি শাসকেরা আমাদের মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিল। তাঁরা উর্দুকে রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত নেয়। কিন্তু বাঙ্গালি সন্তানেরা তাদের এ সিদ্ধান্তকে মেনে নেয়নি। বিনিময়ে অকাতরে ঢেলে দেন বুকের তাজা রক্ত। প্রতিষ্ঠা করেন রাষ্ট্রভাষা বাংলা।