মোদের বাংলা ভাষা

story telling বাক্য রচনা

শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। বাক্য তৈরি করে লিখি।

কামার

বাক্য দেখি

কামার লোহার জিনিসপত্র তৈরি করে।

কুমার

বাক্য দেখি

কুমার খুব সুন্দর সুন্দর মাটির জিনিসপত্র তৈরি করে।

সহ্য করা

বাক্য দেখি

বিজাতীয় ভাষার ছড়াছড়ি সহ্য করা যায় না।

জ্ঞানী

বাক্য দেখি

জ্ঞানী লোকেরা সমাজের গর্ব।

মনীষী

বাক্য দেখি

আগের দিনের মনীষীরা অনেক জ্ঞানী ছিলেন।

রক্ত-পিছল

বাক্য দেখি

রক্ত-পিছল রাস্তাটি ভাষা শহিদদের ত্যাগের কথা মনে করিয়ে দেয়।

মুক্তি

বাক্য দেখি

মুক্তির জন্য এদেশে যুদ্ধ করেছে হাজার হাজার বাঙ্গালি।

বিজাতীয়

বাক্য দেখি

বিজাতীয় ভাষায় কথা না বলার জন্যই ভাষা আন্দোলন হয়েছে।

বেদন

বাক্য দেখি

অন্যের বেদন যে বুঝতে পারে না তাঁকে মানুষ বলা যায় না।

মিটাক

বাক্য দেখি

জনগণ চায় সরকার সকলের মৌলিক চাহিদা মিটাক।

আমার প্রিয় মাতৃভাষা নিয়ে পাঁচটি বাক্য লিখি। নিচের উদাহরণটি দেখি।

১। মাতৃভাষায় মনের কথা সহজেই বলা যায়।
২। দেশের সকল মানুষই এ ভাষায় কথা বলেন।
৩। মাতৃভাষার চেয়ে সহজ-সরল আর কোনো ভাষা নেই।
৪। জীবন দিয়ে হলেও আমরা এ ভাষার সম্মান রক্ষা করব।
৫। মাতৃভাষা বাংলা নিয়ে আমার গর্ব হয়।