কাজলা দিদি

activities এসো নিজে করি

উপর থেকে ঠিক শব্দটি বেছে নিয়ে খালি জায়গায় বসাই।

নেবুর তলে

/

বাঁশবাগানে

/

শিউলি তলে

/

তাল তলায়

শিউলির ডালে

/

ভুঁইচাঁপার ডালে

/

আমের ডালে

/

ডালিমের ডালে

মা

/

দিদি

/

দাদু

/

বাবা

ঝোঁপে-ঝাড়ে

/

গাছের ডালে

/

আঁধার রাতে

/

ঘরের মাঝে

নেবুর গন্ধে

/

ঝিঁঝিঁর ডাকে

/

চাঁদের আলোতে

/

ফুলের গন্ধে

ক) কোথায় জোনাকি জ্বলে?

খ) বুলবুলি কোথায় লুকিয়ে থাকে?

গ) কে শোলোক বলতেন?

ঘ) ঝিঁঝিঁ কোথায় ডাকে?

ঙ) ঘুম আসে না কেন?

বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দ মিলাই।

পুতুল

তলে

থোকায়

ধারে

পুকুর

বিয়ে

নেবুর

ঘরে

শোলক

থোকায়

কাজলা

বাগান

বাঁশ

বলা

নতুন

দিদি

উপযুক্ত শব্দ বসিয়ে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করি।

শব্দ

শব্দার্থ

মুখরিত

ধ্বনিত

পরপার

মৃত্যু

নিস্তব্দ

স্থির, নীরব

প্রতীক্ষা

অপেক্ষা করা

আঁচল

বস্ত্রের প্রান্তভাগ

পূর্ণিমা

যখন চাঁদের সম্পূর্ণ অংশ দেখা যায়

ক) ছেলে হারিয়ে মা মুখ

দিয়ে ঢেকে রেখেছেন।

খ) মানুষ

গেলে আর ফিরে আসে না।

গ) দিদির মৃত্যু মাকে

করে দিয়েছে।

ঘ) ছেলেটি ঝিঁঝিঁ ডাকা

রাতে একা বাড়ি ফিরতে ভয় পাচ্ছে।

ঙ) বসন্তে

আলোয় প্রকৃতি আরো সুন্দর হয়ে উঠে।