- জাতীয় পতাকা
- জাতীয় সংগীত
- সূচিপত্র
- পাঠ ১ - বাংলাদেশের প্রকৃতি
- পাঠ ২ - পালকির গান
- পাঠ ৩ - বড় রাজা ছোট রাজা
- পাঠ ৪ - বাংলার খোকা
- পাঠ ৫ - মুক্তির ছড়া
- পাঠ ৬ - আজকে আমার ছুটি চাই
- পাঠ ৭ - বীরশ্রেষ্ঠর বীরগাথা
- পাঠ ৮ - মহীয়সী রোকেয়া
- পাঠ ৯ - নেমন্তন্ন
- পাঠ ১০ - মোবাইল ফোন
- পাঠ ১১ - আবোল-তাবোল
- পাঠ ১২ - পুষ্টিকর খাবার
- পাঠ ১৩ - মোদের বাংলা ভাষা
- পাঠ ১৪ - বাওয়ালিদের গল্প
- পাঠ ১৫ - পাখির জগৎ
- পাঠ ১৬ - কাজলা দিদি
- পাঠ ১৭ - বাবুর্চি আবদূর রহমান
- পাঠ ১৮ - মা
- পাঠ ১৯ - ঘুরে আসি সোনারগাঁও
- পাঠ ২০ - বীরপুরুষ
- পাঠ ২১ - ময়নামতির শালবন বিহার
- পাঠ ২২ - লিপির গল্প
- পাঠ ২৩ - খলিফা হযরত উমর (রা)
- Home
- Elements
কাজলা দিদি
শব্দার্থ
শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। অর্থ বলি।
শোলক - শ্লোক; ছোট পদ; ছড়া।
জোনাই - জোনাকি পোকা।
দিদি - বড় বোন; আপা; জ্যেষ্ঠ বোন।
নেবু - লেবু।
ভুঁইচাঁপা - মাটির উপর জন্মানো ছোট চাঁপা ফুল।
মাড়াস নে - পা দিয়ে পিষে যাওয়া।
শিউলি - শেফালি ফুল।
ঝিঁঝিঁ - এক প্রকার পোকা।
গন্ধ - ঘ্রাণ।
ঘুম - নিদ্রা।
প্রদত্ত শব্দগুলোর সমার্থক শব্দ লিখি।
দিদি - বোন, আপা, বুবু।
পৃথিবী - ধরনী, ভূমন্ডল,ধরা।
বাগান - বাগিচা, কানন, কুঞ্জ।
শরীর - দেহ, তনু, গা।
মা - মাতা গর্ভধারিনী, আম্মা।
জল - পানি, সলিল, অম্বু।
গাছ - বৃক্ষ, অটবি, বিটপি।
ভয় - ভীতি, ডর, ত্রাস।







