কাজলা দিদি

test/exam শব্দার্থ

শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। অর্থ বলি।

শোলক - শ্লোক; ছোট পদ; ছড়া।
জোনাই - জোনাকি পোকা।
দিদি - বড় বোন; আপা; জ্যেষ্ঠ বোন।
নেবু - লেবু।
ভুঁইচাঁপা - মাটির উপর জন্মানো ছোট চাঁপা ফুল।
মাড়াস নে - পা দিয়ে পিষে যাওয়া।
শিউলি - শেফালি ফুল।
ঝিঁঝিঁ - এক প্রকার পোকা।
গন্ধ - ঘ্রাণ।
ঘুম - নিদ্রা।

প্রদত্ত শব্দগুলোর সমার্থক শব্দ লিখি।

দিদি - বোন, আপা, বুবু।
পৃথিবী - ধরনী, ভূমন্ডল,ধরা।
বাগান - বাগিচা, কানন, কুঞ্জ।
শরীর - দেহ, তনু, গা।
মা - মাতা গর্ভধারিনী, আম্মা।
জল - পানি, সলিল, অম্বু।
গাছ - বৃক্ষ, অটবি, বিটপি।
ভয় - ভীতি, ডর, ত্রাস।