কাজলা দিদি

প্রশ্ন উত্তর

মুখে মুখে উত্তর বলি

১। কাজলা দিদি কোথায় গেছে?

ছোটবোনটির সবসময়ের সাথী ছিল কাজলা দিদি। কাজলা দিদি চিরদিনের জন্যে ছোট বোনটিকে ছেড়ে চলে গেছে। অর্থাৎ, দিদি মারা গেছে।

২। কখন কাজলা দিদির কথা বেশি মনে পড়ে?

কবিতাটিতে কাজলা দিদির প্রতি ছোট বোনের ভালোবাসার বিষয়টি তুলে ধরেছেন। ছোট বোনটি প্রতি মুহুর্তই তাঁর বোনের জন্য অপেক্ষায় থাকে। তাঁর সাথে বড় বোনের ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা মনে করে। আবার যখন বাঁশ বাগানে মাথার উপর চাঁদ উঠে, শোলক শুনতে ইচ্ছা করলে, যখন পুকুর পাড়ে নেবুর তলে থোকায় থোকায় জোনাই জ্বলে, ফুলের গন্ধে যখন ঘুম আসে না, খেতে বসলে তাঁর কাজলা দিদির কথা বেশি মনে পড়ে।

৩। কাজলা দিদির কথা উঠলে মা আঁচল দিয়ে মুখ ঢাকেন কেন?

কাজলা দিদি সবাইকে ছেড়ে চিরদিনের জন্য পরপারে চলে গেছে। কিন্তু ছোট বোনটি তা জানে না। ছোট বোনটি প্রতি মুহুর্তেই তাঁর বড় বোনের অপেক্ষায় থাকে। বড় বোনের সঙ্গে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার স্মৃতি মায়ের কাছে প্রকাশ করে সে। মা ভালো করেই জানেন তাঁর মেয়েটি আর কোনোদিন ফিরে আসবে না। তাই দিদির কথা উঠলে মায়ের চোখে কান্না আসে। সেই কান্না গোপন করার জন্য মা আঁচল দিয়ে মুখ ঢাকেন।

৪। পুতুলের বিয়ের সময় দিদির কথা মনে পড়ে কেন?

ছোট বোনটির সারাক্ষণের সাথী ছিল তাঁর কাজলা দিদি। আগামীকাল নতুন ঘরে পুতুলের বিয়ে হবে। সেখানে তাঁর প্রিয় কাজলা দিদি থাকবে না ভেবে সে কষ্ট পাচ্ছে। দিদি তাঁর পুতুলকে সাজিয়ে দিত। সবকিছু গুছিয়ে দিত। তাই পুতুলের বিয়ের সময় তাঁর দিদির কথা মনে পড়ে।

৫। আমি নাই, দিদিও নাই, কেমন মজা হবে- এ কথা বলে কী বোঝানো হয়েছে?

দিদি চিরদিনের জন্য চলে গেছে, তা ছোট বোনটি জানে না, বোঝে না। প্রতি মুহুর্তেই সে দিদির অপেক্ষায় থাকে। সে কোথায় গেছে, কেন আসে না তা জানতে চায় মায়ের কাছে। মা উত্তর দিতে পারে না। ছোট্ট মেয়ে দিদির হারিয়ে যাওয়াকে মজার একটা খেলা মনে করছে। তাঁর ধারণা, দিদি কোথাও লুকিয়ে আছে, মা জেনেও তা বলছে না। তাই মায়ের ওপর অভিমান করে সে একথা বলছে। সে ভাবছে দিদির মতো সেও যদি লুকিয়ে থাকে তাহলে বেশ মজা হবে।

৬। খুকি মাকে কেন শিউলি ফুলের গাছের নিচে সাবধানে যেতে বলেছেন?

খুকির দিদি ফুল খুব ভালোবাসত। শিউলি গাছের তলা ভুঁইচাপাতে ভরে গেছে। তাই সে মাকে সাবধান করে বলেছে, তিনি যখন পুকুর থেকে জল আনবেন তখন যেন পায়ে মাড়িয়ে ফুল নষ্ট না করেন।

৭। ডালিম গাছের ফল ছিঁড়তে বারণ করেছে কেন?

ডালিম গাছের ডালের বুলবুলি পাখিটিও দিদির প্রিয় ছিল। বুলবুলি পাখিটি যেন উড়ে না যায়, তাই খুকি মাকে ডালিম গাছের ফল ছিঁড়তে বারণ করেছে।

৮। শ্লোক বলতে কী বোঝায়?

শ্লোক বলতে বোঝায় এমন এক ধরনের ছড়া, যা আকারে ছোট কিন্তু এর মাঝে অনেক শিক্ষনীয় বিষয় থাকে।