কাজলা দিদি

story telling বাক্য রচনা

শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। বাক্য তৈরি করে লিখি।

শোলক

বাক্য দেখি

বৃদ্ধ লোকটি উঠানের মাঝে বসে শোলক বলছে।

জোনাই

বাক্য দেখি

আঁধার রাতে ঝোঁপে-ঝাড়ে জোনাই জ্বলে।

দিদি

বাক্য দেখি

ছোট বোনটি তাঁর প্রিয় কাজলা দিদির জন্য অপেক্ষায় থাকে।

নেবু

বাক্য দেখি

গরমে বাইরে থেকে এসে নেবুর শরবত খেতে ভালো লাগে।

ভুঁইচাঁপা

বাক্য দেখি

ভুঁইচাপা গাছে মাঠ ছেয়ে গেছে।

মাড়াস নে

বাক্য দেখি

নিপা, ফুলগুলো মাড়াস নে।