যতীন্দ্রমোহন বাগচী
জন্ম: ১৮৭৮ সালের ২৭ এ নভেম্বর যতীন্দ্রমোহন বাগচী নদীয়া জেলায় জন্মগ্রহণ করেন।
তিনি কবিতা ছাড়াও 'মানসী' ও 'পূর্বাচল' পত্রিকা সম্পাদনা করেন। পল্লিপ্রীতি তাঁর কবিতার বৈশিষ্ট্য।
'কাজলা দিদি' কবিতাটি 'কাব্যমালঞ্চ' কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।
উল্লেখযোগ্য রচনাবলি: উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে 'লেখা', 'কেয়া', 'বন্ধুর দান' ইত্যাদি।
মৃত্যু: ১৯৪৮ সালের ১লা ফেব্রুয়ারি তাঁর মৃত্যু হয়।