বাবুর্চি আবদূর রহমান

activities এসো নিজে করি

ঘরের ভেতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরী করি।

জরিপ গ্রামে মিলিটারি ফালুদা পর্বতপ্রমাণ

ক) আসিফ প্রতিদিন তাঁর বাড়ি থেকে পাশের

স্কুলে হেঁটে যায়।

খ) প্রতি দশ বছর পর পর একটি দেশের জনসংখ্যা

হয়।

গ) মিনু তাঁর মায়ের হাতের

খুব পছন্দ করে।

ঘ) মারা যাওয়ায় তমালের উপর

দায়িত্ব এসে পড়ল।

ঙ) ১৯৭১ সালের পাকিস্তানি

এদেশের সাধারণ মানুষের উপর পাশবিক নির্যাতন চালায়।

কর্ম-অনুশীলন

নিজে বেড়িয়ে এসেছি এরকম একটা জায়গা সম্পর্কে বলি।