সঠিক
সঠিক নয়
জেনে নিই।
ক্রিয়াপদের বিভিন্ন রূপ রয়েছে। যেমন- মূল ক্রিয়াপদ - যাওয়া। এই ক্রিয়াপদ থেকে অনেক শব্দ হতে পারে। যেমন-
যাই - আমি বাড়ি যাই। যাব - আমি বিকেলে খেলা দেখতে যাব। গিয়েছি - আমি ওখানে গতকালও গিয়েছি। যেতাম - ছোটবেলায় আমি প্রায়ই মামাবাড়ি যেতাম।