বাবুর্চি আবদূর রহমান

activities বিপরীত শব্দ

বিপরীত শব্দ লিখি এবং তা দিয়ে একটি করে বাক্য লিখি।

নির্ঘুম
বেশি
বিরাগ
পরে
নিচু
উত্তর
নিরাশা
কাছে
ক) দূরে
বাক্য দেখি

দূর আকাশে এক ঝাক পাখি উড়ে যাচ্ছে।

খ) ভরসা
বাক্য দেখি

ছাত্রদের উপর দেশের মানুষের অনেক আশা-ভরসা।

গ) প্রশ্ন
বাক্য দেখি

শিক্ষক ছাত্রদের প্রশ্ন করছেন।

ঘ) অনুরোধ
বাক্য দেখি

অন্ধ লোকটি নাফিজকে রাস্তা পার করে দিতে অনুরোধ করল।

ঙ) পূর্বে
বাক্য দেখি

পূর্বে বাংলাদেশের রাজধানীর নাম ছিল জাহাঙ্গীর নগর।

ঙ) উঁচু
বাক্য দেখি

দুর্গটি উচু প্রাচীর দিয়ে ঘেরা।

চ) ঘুম
বাক্য দেখি

ফুলের গন্ধে ঘুম আসেনা, একলা জেগে রই।

ছ) অল্প
বাক্য দেখি

অল্প বয়সেই ছেলেটি বুদ্ধিতে পেকেছে ।