বাবুর্চি আবদূর রহমান

test/exam শব্দার্থ

শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। অর্থ বলি।

নরদানব - মানুষের মতো দেখতে ভয়ঙ্কর-জন্তু।
ভরসা - আস্থা, নির্ভর, বিশ্বাস।
জরিপ - যে কোনো বিষয় সম্পর্কে সরেজমিন ইতিবৃত্ত।
বিগড়ে - বিকৃত বা নষ্ট হয়ে যাওয়া।
কুইনিন - সিনকোনা - বৃক্ষের ছাল হইতে প্রস্তুত অত্যন্ত তিক্তাস্বাদযুক্ত জঘন্য ঔষধ বিশেষ।
চার্জে - নিযুক্ত, নিয়োজিত।
খালাস - মুক্তি, রেহাই, অব্যাহতি, দায় মুক্তি।
মুটে - মোটবহনকারী।
দর্শন - অবলোকন, সাক্ষাৎকার, তত্ত্বজ্ঞান, জ্ঞানশাস্ত্র, দর্পণ, চেহারা।
তন্দ্রা - নিদ্রার আবেশ, অর্ধজাগ্রত অর্ধনিদ্রিত অবস্থা, পাতলা ঘুম।
ভৃত্য - চাকর, বেতন ভোগী কর্মচারী।
দুম্বা - চর্বিযুক্ত মোটা লেজওয়ালা একরকম ভেড়া।
অভয়বাণী - অভয়বাক্য, ভরসা করার মত কথা।

একই অর্থ বোঝায় এমন কয়েকটি শব্দ লিখি।

ভরসা - অর্থ
খালাস - অর্থ
পাহাড় - অর্থ
তন্দ্রা - অর্থ
ভৃত্য - অর্থ
শোক - অর্থ