মা

story telling বাক্য রচনা

শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। বাক্য তৈরি করে লিখি।

মতন

বাক্য দেখি

মায়ের মতন এমন আদর-স্নেহ আর কেউ করতে পারে না।

সুধা

বাক্য দেখি

মায়ের কথা আমার কাছে সুধার সমতূল্য।

হেরিলে

বাক্য দেখি

সন্তানের মুখ হেরিলে সকল ক্লান্তি দূর হয়ে যায়।

পরান

বাক্য দেখি

রবীন্দ্রনাথের গানে পরান জুড়িয়ে গেল।

যাতনা

বাক্য দেখি

জীবনে সামনে এগিয়ে যেতে হলে সকল যাতনা সহ্য করে যেতে হবে।

নিনু

বাক্য দেখি

খাবারের সরঞ্জামগুলো ব্যাগে গুছিয়ে নিনু।

ছিনু

বাক্য দেখি

গতকাল আমি ঢাকায় ছিনু।

বাক

বাক্য দেখি

দুঃখে সে বাকরূদ্ধ হয়ে গেছে।

শুধাবেন

বাক্য দেখি

স্কুলে গেলে শিক্ষক শুধাবেন এত দিন স্কুলে আসোনি কেন?

সোহাগ

বাক্য দেখি

মায়ের সোহাগের সাথে পৃথিবীর কিছু তুলনা করা যায় না।