মা

test/exam শব্দার্থ

শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। অর্থ বলি।

মতন - মতো; অনুরূপ; তুল্য; সদৃশ; অনুসারী; ঐরকম।
সুধা - অমৃত; যা পান করলে অমর হওয়া যায় বলে মনে করা হয়।
হেরিলে - দেখিলে; তাকালে; দর্শন করলে; লক্ষ্য করলে।
পরান - প্রাণ; জীবন ; আয়ু।
যাতনা - কষ্ট; যন্ত্রণা; তীব্র বেদনা; দুঃখ।
নিনু - নিলাম; গ্রহন করলাম।
ছিনু - ছিলাম।
বাক - কথা; শব্দ; উক্তি; বচন; বাণী।
শুধাবেন - জিজ্ঞাসা করবেন; জানতে চাইবেন।
সোহাগ - আদর; স্নেহ; ভালবাসা।
ক্লেশ - দুঃখ।
চাহনি - দৃষ্টি।
গরব - গর্ব।
আশিস - আশীর্বাদ।
ভাবনা - চিন্তা।