মা

প্রশ্ন উত্তর

মুখে মুখে উত্তর বলি

১। জন্মের পর একটি শিশু অসহায় থাকে কেন?

জন্মের পর একজন শিশু কান্না ছাড়া আর কিছুই করতে পারে না। এসময় তাকে সম্পূর্ণ মায়ের উপর নির্ভর করতে হয়। তাই সে অসহায় থাকে।

২। শিশুরা ছেলেবেলায় কেন মায়ের পিছু পিছু থাকে?

জন্মের পর শিশু কিছুই করতে পারে না। এ সময় তাঁর একমাত্র আশ্রয়স্থল হল ‘মা’। এ জন্য শিশুরা ছেলেবেলায় মায়ের পিছুপিছু থাকে।

৩। মা সন্তানদের জন্য দিবানিশি এত ভাবেন কেন?

পৃথিবীতে সব মানুষের মধ্যে মা-ই তাঁর সন্তানকে সবচেয়ে বেশি ভালবাসেন । সন্তানকে প্রকৃত মানুষ রূপে গড়ে তোলার জন্য তিনি দিবানিশি এত ভাবেন।

৪। মায়ের মুখ দেখলে সব কষ্ট দূর হয়ে যায় কেন?

জন্মের পর থেকেই মা তাঁর সন্তানকে খুব আদর যত্নে লালন-পালন করেন। ভালোবাসা দিয়ে আগলে রাখেন। সন্তানের বিপদে-আপদে মা সবার আগে এগিয়ে আসেন। মায়ের এই ভালোবাসা অন্য কারো সাথে তুলনা করা যায় না। তাই মায়ের মুখ দেখলে সন্তানের সন দুঃখ দূর হয়ে যায়।

৫। মায়ের আশিস কেন দরকার?

আমাদের সবার জীবনে ‘মা’ কথাটি একটি মধুমাখা নাম। মায়ের মমতা আমাদের চলার পথের পাথেয়। শৈশবে মা আমাদের গভীর মমতায় লালন করেন। ভালো ভাবে লেখাপড়া করলে, জীবনে সফল হলে মা খুশি হন। অন্যদিকে মায়ের আশিস পেলে সন্তানের দুঃখ ঘুচে যায়।