কাজী নজরুল ইসলাম
জন্ম: ১৮৯৯ খ্রিস্টাব্দের ২৫এ মে কাজী নজরুল ইসলাম বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
তিনি একাধারে কবি, গল্পকার, প্রাবন্ধিক, সাংবাদিক, সুরস্রষ্টা, গীতিকার ও সঙ্গীতশিল্পী। তিনি 'নবযুগ' ও 'ধূমকেতু' সহ আরও অনেক পত্রিকার সম্পাদক ছিলেন।
বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।
'মা' কবিতাটি 'ঝিঙেফুল' কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।
উল্লেখযোগ্য রচনাবলি: তাঁর বিখ্যাত গ্রন্থগুলোর মধ্যে 'কুহু ও কেকা', 'অভ্র আবীর', 'হসন্তিকা' উল্লেখযোগ্য। বিদেশি ভাষার কবিতা অনুবাদেও তিনি সফল ছিলেন। আরবি, জাপানি, ইংরেজি, ফরাসি সহ আরও অনেক ভাষার কবিতা অনুবাদ করে তিনি বাংলা সাহিত্যের সাথে বিশ্বসাহিত্যের যোগাযোগ ঘটান।
মৃত্যু: ১৯৭৬ খ্রিষ্টাব্দের ২৯এ আগস্ট ঢাকায় তিনি মৃত্যুবরণ করেন।