মা

পড়ি ও লিখি

কবিতার চরণ দেওয়া আছে, পরবর্তী চরণ লিখি।

হেরিলে মায়ের মুখ,
... ... ... ... ... ... ... ... ...
মায়ের ক্লেতে শুয়ে জুড়ায় পরান,
... ... ... ... ... ... ... ... ...
সকল যাতনা ভোলে
... ... ... ... ... ... ... ... ...

কবিতাটি আবৃত্তি করি।

কবিতার প্রথম আটটি চরণ মুখস্থ লিখি।

কবিতাটিতে কবি কী বলেছেন তা সংক্ষেপে বলি ও লিখি।

আমার 'মা' সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখি। নিচের উদাহরণটি দেখি।

মা মানেই মমতা, মা মানেই নিশ্চয়তা, মা মানেই অস্তিত্ব, মা মানেই আশ্রয়, মা মানেই এক বুক ভালবাসা। আমার মা আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ মা। তাঁর মুখ দেখলে আমার সব দুঃখ দূর হয়ে যায়। মায়ের কোলে শুয়ে সকল যন্ত্রণা ভুলে যাই। তাঁর মমতা পৃথিবীর আর কারো কাছে পাওয়া যায় না। আদর সোহাগে মা আমার বুক ভরান। শত দুঃখ-কষ্টেও তিনি আমাকে দুঃখ পেতে দেন না। মা আমার পড়ালেখায় সাহায্য করেন। মায়ের পায়ের নীচে সন্তানের বেহেশত। মায়ের আশীর্বাদ আমার চলার পথের পাথেয়।