বাংলার খোকা

story telling বাক্য রচনা

বাক্য গঠন করি।

আদর

বাক্য দেখি

ছোটদের আদর করা বড়দের কর্তব্য।

সোনালি

বাক্য দেখি

পাট থেকে সোনালি আঁশ পাওয়া যায়।

কপাল

বাক্য দেখি

ছেলেটি কপালে ব্যাথা পেয়ে জ্ঞান হারালো।

চাদর

বাক্য দেখি

দাদু শীত নিবারণের জন্য চাঁদর গায়ে জড়িয়েছেন।

গরিব

বাক্য দেখি

গরিব আসহায় মানুষের সাহায্য করা আমাদের দায়িত্ব।

আনন্দ

বাক্য দেখি

বাঙালিদের সবচেয়ে আনন্দের উৎসব নববর্ষের বৈশাখী মেলা।

রাজনীতি

বাক্য দেখি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনগণের সেবায় রাজনীতি শুরু করেন।

জনক

বাক্য দেখি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির জনক।

আনন্দ

বাক্য দেখি

ছোট উপহার পেলেও শিশুদের আনন্দের সীমা থাকে না।

নিশ্চুপ

বাক্য দেখি

নিশ্চুপ হয়ে খোকা ভাবতে লাগল মানুষের উন্নয়নের কথা।

যুক্ত

বাক্য দেখি

১৯৭১ সালে ভারত বাংলাদেশের সাথে যুক্ত হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল।

করুণ

বাক্য দেখি

মানুষের করুণ অবস্থা খোকা সহ্য করতে পারছিলেন না।

মুক্তি

বাক্য দেখি

পাখিটি খাঁচা থেকে মুক্তি পেয়ে খুশিতে ডানা ঝাপটা দিল।