বাংলার খোকা

প্রশ্ন উত্তর

মুখে মুখে উত্তর বলি

১। কোথায় এবং কত সালে খোকার জন্ম হয়?

গোপালগঞ্জ জেলার টুঙ্গিপারায় ১৯২০ সালে ১৭ই মার্চ খোকার জন্ম হয়।

২। বন্ধুদের বাসায় এনে খোকা মায়ের কাছে কী আবদার করত?

খোকা বন্ধুদের বাসায় এনে মায়ের কাছে তাঁদেরকে খেতে দেওয়ার জন্য আবদার করত।

৩। বৃদ্ধ মহিলা কোথায় শীতে কাঁপছিল? খোকা তাকে কীভাবে সাহায্য করে?

বৃদ্ধ মহিলা পথের ধারে গাছের নিচে বসে শীতে কাঁপছিল। খোকা টা দেখে তাঁর নিজের গায়ের চাদরটি দিয়ে তাঁকে সাহায্য করে।

৪। খোকা ভিজে ভিজে বাড়ি ফেরে কেন?

খোকার এক গরিব বন্ধুর ছাতা ছিল না। তাই খোকা তাঁর ছাতাটি তাঁর বন্ধুকে দিয়ে দেয় এবং নিজে বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি ফিরে এসেছিল।

৫। কে স্বাধীনতার ডাক দেন?

পাকিস্তানি শোষকদের অত্যাচারের বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দেন।

৬। খোকা কাকে সাহায্য করেছিল?

খোকার এক গরিব বন্ধুর ছাতা ছিল না। তাই সে গরিব বন্ধুকে ছাতাটি দিয়ে ভিজে ভিজে বাড়ি ফেরে।

৭। কত সালে স্বাধীনতার ডাক দেন?

বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান স্বাধীনতার ডাক দেন ১৯৭১ সালে।