বাংলার খোকা

test/exam শব্দার্থ

শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। অর্থ বলি।

পথ-প্রান্তর - পথের পাশে, রাস্তার শেষ সীমা।
আবদার - বায়না।
উদারতা - সরলতা।
মুগ্ধ - আত্মহারা, বিভোর।
দরদ - মমতা, টান।
করুণ - কাতর, বেদনাপূর্ণ।
হতাশ - আশাহীন, নিরাশ।
জেলা - কয়েকটি থানা নিয়ে প্রশাসনিক এলাকা।
চৌকাঠ - দরজার চারিদিকের কাঠের চারকোনা কাঠামো বা ফ্রেম।
চাদর - পশম দিয়ে তৈরি এক ধরণের বস্ত্র; শাল