বাংলার খোকা

পড়ি ও লিখি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছোটবেলা থেকেই মানুষকে ভালোবাসতেন- এমন দুটি ঘটনার কথা খাতায় লিখি।

বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ছোটবেলা থেকেই মানুষকে ভালবাসতেন। যেমন-

১। তাঁর বন্ধু গোপালের বাড়িতে খাবার নেই। তাই তাঁকে বাড়িতে এনে খেতে দিয়েছেন।

২। খোকার এক গরিব বন্ধুর ছাতা ছিল না বলে সে নিজের ছাতাটি দিয়ে নিজে ভিজে ভিজে বাড়ি ফেরে।

নিচের শব্দগুলো থেকে বিশেষ্য ও বিশেষণ পদ চিহ্নিত করি এবং খাতায় লিখি।

সোনালী, আকাশ, বাতাশ, মৃদু, হালকা, মুগ্ধ, বাড়ি, গাড়ি, দ্রুত, ধান, নীল।

আমার দুটি ভালো কাজ করার ঘটনা লিখি।

আমরা গরিব মানুষদের জন্য কি কি করতে পারি তা খাতায় লিখি ও বন্ধুদের সাথে আলোচনা করি।