- জাতীয় পতাকা
- জাতীয় সংগীত
- সূচিপত্র
- পাঠ ১ - এই দেশ এই মানুষ
- পাঠ ২ - সংকল্প
- পাঠ ৩ - সুন্দরবনের প্রাণি
- পাঠ ৪ - হাতি আর শিয়ালের গল্প
- পাঠ ৫ - ফুটবল খেলোয়াড়
- পাঠ ৬ - বীরের রক্তে স্বাধীন এ দেশ
- পাঠ ৭ - ফেব্রুয়ারির গান
- পাঠ ৮ - শখের মৃৎশিল্প
- পাঠ ৯ - শব্দদূষণ
- পাঠ ১০ - স্মরণীয় যাঁরা চিরদিন
- পাঠ ১১ - স্বদেশ
- পাঠ ১২ - কাঞ্চনমালা আর কাঁকনমালা
- পাঠ ১৩ - অবাক জলপান
- পাঠ ১৪ - ঘাসফুল
- পাঠ ১৫ - মাটির নিচে যে শহর
- পাঠ ১৬ - শিক্ষাগুরুর মর্যাদা
- পাঠ ১৭ - ভাবুক ছেলেটি
- পাঠ ১৮ - দুই তীরে
- পাঠ ১৯ - বিদায় হজ
- পাঠ ২০ - দেখে এলাম নায়াগ্রা
- পাঠ ২১ - রৌদ্র লেখে জল
- পাঠ ২২ - মওলানা আবদুল হামিদ খান ভাসানী
- পাঠ ২৩ - শহীদ তিতুমীর
- পাঠ ২৪ - অপেক্ষা
- Home
- Elements
আমার বাংলা বই
এসো নিজে করি
- ঘরের ভিতরের শব্দ খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি
- ঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিই
- শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ কর।
- কর্ম-অনুশীলন
ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি।
ক) ‘তিতুমীরের যখন জন্ম, তখন আমাদের বাংলাদেশসহ পুরো ভারতবর্ষ ছিল
।
খ) ইংরেজ কর্মচারীরা ঘোড়া ছুটিয়ে চলত দারুণ
।
গ) তিনি লাঠিখেলা, তীর ছোঁড়া আর
শিখলেন।
ঘ) সেকালে গ্রামে গ্রামে
আর শরীরচর্চার ব্যায়াম হতো।
ঙ) শহিদ হলেন অসংখ্য
বীর সৈনিক।
চ) হাজার হাজার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তিনি তৈরি করলেন বাঁশের
।
ঠিক উত্তরটিতে টিক (✓) চিহ্ন দিই।
ক। তিতুমীরের প্রকৃত নাম কী?
মওলানা আবদুল হামিদ খান ভাসানী
সৈয়দ মীর নিসার আলী
মোঃ শামসুল হক
সৈয়দ নজরুল ইসলাম
খ। তিতুমীরের যখন জন্ম, তখন এদেশ কাদের অধীন ছিল?
ফরাসিদের
ডাচদের
ব্রিটিশদের
পর্তুগিজদের
গ। মক্কায় কোন সংগ্রামী পুরুষ ও ধর্মপ্রাণ ব্যক্তির সাথে তিতুমীরের পরিচয় হয়েছিল?
হযরত শাহ সৈয়দ আহমদ বেরলভীর সঙ্গে
হাফেজ নেয়ামত উল্লার সঙ্গে
গোলাম মাসুদের সঙ্গে
হযরত আলী (রা) এর সঙ্গে
ঘ। তিতুমীরের দুর্গের নাম কী?
লাঠির কেল্লা
লাহোর কেল্লা
বেতের কেল্লা
বাঁশের কেল্লা
ঙ। তিতুমীর ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে কত সালে পরাজিত করেন?
১৮২২
১৮৩০
১৮৩১
১৮৩৪
চ। তিতুমীর ইংরেজদের কাছে পরাজিত হয়েছিলেন কেন?
তাঁর সৈনিকদের বিশ্বাসঘাতকতার কারণে
প্রশিক্ষিত সৈন্য ও উন্নত অস্ত্র-শস্ত্রের অভাবে
সুষ্ঠু পরিকল্পনার অভাবে
অদূরদর্শিতার কারণে
কর্ম-অনুশীলন।
শহিদ তিতুমীরের ‘বাঁশের কেল্লা’ সম্পর্কে যা জান লিখ।
নিচে কয়েকটি শব্দ এবং শব্দার্থ দেওয়া হল। উপযুক্ত শব্দটি দিয়ে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ কর।
শব্দ |
শব্দার্থ |
| শঙ্কিত | ভীত |
| আন্দোলন | বিক্ষোভ, আলোড়ন |
| প্রেরণ | পাঠানো |
| আক্রমণ | হামলা |
| দুর্ধর্ষ | দুর্জয় |
| নাজেহাল | হয়রান |
ক। শত্রুসেনারা মুক্তিবাহিনীর আক্রমণে
হয়ে পড়ত।
খ। মুক্তিকামী মানুষ ইংরেজদের বিরুদ্ধে
করে।
গ। স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা
অভিযান চালাতেন।
ঘ। তিতুমীর যুদ্ধে ২৫০ জন সৈন্যকে
করেন।
ঙ। ইংরেজদের গোলার আঘাতে সৈনিকরা
হয়ে ওঠে।
চ। ইংরেজ বাহিনী তিতুমীরের বাঁশের কেল্লায়
চালায়।








